গবাদি পশু ক্রয় বিক্রয়ের নতুন শেড উদ্বোধন

মঙ্গলবার সকালে ধুপগুড়ি রেগুলেটেড মার্কেট চত্বরে গবাদি পশু ক্রয় বিক্রয়ের জন্য নতুন সেড উদ্বোধন করা হলো। কৃষি বিপনন দপ্তরের তরফ থেকে দু’কোটি কুড়ি লক্ষ টাকা ব্যয় করে এই শেড সহ মার্কেট চত্বরে কংক্রিটের রাস্তা তৈরি করা হয়েছে। ধূপগুড়ি রেগুলেটেড মার্কেটে দূর-দূরান্তের মানুষ আসেন এই গবাদি পশু ক্রয় বিক্রয় করার জন্য। তবে বর্ষাকালে মার্কেটের অবস্থা হয়ে যায় বেহাল। জল-কাদায় চলাচল করার উপযোগী থাকে না। আর এই কারনেই রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী যখন ধূপগুড়িতে এসেছিলেন সেই সময় ব্যবসায়ীরা মন্ত্রীর কাছে আবেদন করেছিলেন তাদের বাজারের সংস্কার করে ব্যবসার উপযোগী করে তোলার জন্য। তাদের আবেদনে সাড়া দিয়েই নতুন এই শেড নির্মাণ করা হয়েছে। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পৌরসভা ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং ও ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মজুমদার। ধূপগুড়ি পৌরসভা ভাইস চেয়ারম্যান জানিয়েছেন দুটি পর্যায় এই কাজ শুরু হয়েছে প্রাথমিক কাজ শেষ হয়ে গেছে পরবর্তীতে আরো কাজ বাকি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 5 =