গবেষক শুভদীপ রায়ের সুইসাইড নোটে লিপিবদ্ধ করা দোষীর শাস্তি দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ
সুইসাইড নোট লিখে কয়েকদিন আগে আত্মহত্যা করেছেন আইজারের গবেষক শুভদীপ রায়। সুইসাইডনোটে তিনি একজন অধ্যাপকের নাম লিখে গেছেন। অথচ এখনো পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। তারই প্রতিবাদে আজ নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে হরিণঘাটা আইজারের কলকাতা ক্যাম্পাসের গেটের সামনে অবস্থান বিক্ষোভ দেখানো হয়। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবেন।
