গভীর রাতে তমলুক শহরে মদের দোকানে আগুন,  কয়েক লক্ষ টাকা ক্ষতি, দাবী দোকান মালিকের।

গভীর রাতে তমলুক শহরে মদের দোকানে আগুন,  কয়েক লক্ষ টাকা ক্ষতি, দাবী দোকান মালিকের।

তমলুকের স্টিমারঘাটে বিলাতি মদের (FL Shop) দোকানে আগুন লেগে গোটা দোকান পুড়ে ছাই। দমকলের দুটি ইঞ্জিন প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই দোকানের ভেতরে থাকা আসবাবপত্র সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় । রাত্রি প্রায় দুটো নাগাদ আগুন লাগে। মিনিট ২০ মধ্যে দমকল আসে। দমকল আসার আগে স্থানীয় মানুষজন জল দিয়ে নেভানোর চেষ্টা করে। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে আশে পাশের দোকানের কোনো ক্ষতি হয়নি। তবে বাড়িটি অনেক পুরনো থাকায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।তাম্রলিপ্ত পৌরসভার স্থানীয় কো-অডিনেটর চন্দন দে ঘটনাস্থলে আসে। তমলুক থানায় খবর দেওয়া হয়েছে। কিভাবে আগুন লাগলো গভীর রাতে তা নিয়ে তদন্তে তমলুক থানার পুলিশ এবং দমকল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × two =