গভীর রাতে রেলগেট বিকল, আটকে বহু পণ্যবাহী লরি, বিক্ষোভ চালকদের, ঘটনাস্থলে খড়দহ থানার পুলিশবাহিনী।
সোদপুর ৮ নম্বর রেলগেট দিয়ে বিটি রোড সহ বিভিন্ন এলাকার পণ্যবাহী লরি যাতায়াত করে। গতকাল রাতে সেই রেলগেট আচমকাই খারাপ হয়ে যায়। রেলের তরফ থেকে কোনো রকম রেলগেট খারাপ হওয়ার বিজ্ঞপ্তি জারি না করার ফলে বহু পণ্যবাহী ট্রাক রেলগেটে এসে আটকে পড়ে। যার জেরে পণ্যবাহী ট্রাকের চালকরা ব্যাপক বিক্ষোভ দেখায় রেলগেট চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খড়দহ থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এলাকায় ঘটনার পরে রেলের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।