গয়েশপুরে ১২ ঘণ্টার বন্ধের ডাক তৃণমূল কংগ্রেসের
বুধবার নদীয়ার কল্যাণী গয়েশপুর তৃণমূল কর্মী খুনের ঘটনায় আগামীকাল ১২ ঘন্টা গয়েশপুর বন্ধের ডাক দিল গয়েশপুর শহর তৃণমূল কংগ্রেস। গতকাল সন্ধ্যের দিকে মৃত তৃণমূল কর্মী প্রদীপ শীল এর বাড়ির কাছেই চায়ের দোকানে কোন বিষয় নিয়ে বিশ্বজিৎ বৈদ্যের সঙ্গে বচসা হয় এরপর বিশ্বজিৎ কোথা থেকে ধারালো অস্ত্র নিয়ে এসে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে সেখানে ঠেকাতে আসলে শ্যামল দেবনাথ প্রতিবেশী তারও আঘাত লাগে দুজনকে গুরুতর জখম অবস্থায় জে এন এম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তৃণমূলের দাবি বিশ্বজিৎ ও তার দাদা তাপস বিজেপি কর্মী তাদের সঙ্গেই কোন বিষয় নিয়ে তর্কাতর্কি হয় এর পরেই এই ঘটনা। ইতিমধ্যেই অভিযুক্ত বিশ্বজিৎ বৈদ্য আত্মসমর্পণ করেছে কল্যাণী থানায়। আজ তাকে কল্যাণী আদালতে তোলা হয়েছে। এই ঘটনার উত্তেজিত এলাকার মানুষ অভিযুক্তদের বাড়ি ভাঙচুর করে। আহত শ্যামল দেবনাথ বর্তমানের জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় বিশ্বজিৎ বৈদ্য দাদা তাপসও জড়িত রয়েছে তৃণমূল কংগ্রেসের দাবি তাকেও গ্রেপ্তার করতে হবে পাশাপাশি অভিযুক্ত বিশ্বজিৎ দাবি করেছে সে তৃণমূল কংগ্রেস করে, যদিও বিজেপির উপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি পাশাপাশি সঠিক তদন্ত করে যেন দোষীদের শাস্তি পায় তার দাবি জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 6 =