গরুমারা প্রবেশদ্বার এর সামনে অস্থায়ী বনকর্মীদের বিক্ষোভ

বকেয়া চারমাসের বেতনপ্রদান , স্থায়ীকরন করা সহ ১২ দাবিতে মঙ্গলবার গরুমারা প্রবেশদ্বারের কাছে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করল চার রেঞ্জের অস্থায়ী বনকর্মচারীরা। এদিন গরুমারা সাউথ, নর্থ,আপার নেওড়া ও লোয়ার নেওড়া রেঞ্জের প্রায় ৫০ জন অস্থায়ী বনকর্মিরা এই ধর্মঘটে সামিল হয়েছে। স্বাভাবিকভাবেই এই চারটি রেঞ্জের কাজ কর্ম থমকে গেল। কারন যারা আন্দোলনে নেমেছে তাদের মধ্যে যেমন রয়েছে রাইনো প্রটেকশন ওয়ার্কার, তেমনি রয়েছে ক্যাম্প প্রটেকশন ওয়ার্কার। এছাড়াও হাতির মাহুত, পাতাওয়ালা সহ বনকে সুরক্ষা দিতে নানা কাজ কর্মের সাথে যুক্ত আছে। আন্দোলনকারীরা এদিন হুমকি দিয়েছেন এই ধর্মঘটের পরও যদি তাদের সমস্যা না মেটে তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 2 =