গর্ভবতী মহিলার চিকিৎসা না করে ছুটি দেওয়ার অভিযোগ,ওই মহিলা বের হতেই রাস্তাতেই রক্তপাত শুরু।গুরুতর অসুস্থ ওই গর্ভবতীকে ফের হাসপাতালে ভর্তি করা হল।

গর্ভবতী মহিলার চিকিৎসা না করে ছুটি দেওয়ার অভিযোগ,ওই মহিলা বের হতেই রাস্তাতেই রক্তপাত শুরু।গুরুতর অসুস্থ ওই গর্ভবতীকে ফের হাসপাতালে ভর্তি করা হল।

দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার পর্বতপুর এলাকার বাসিন্দা পেশায় কৃষিজীবী পাড়ু টিগ্গা এর স্ত্রী ধানি তিরকি র প্রসব বেদনা ওঠায় গতকাল রাতে বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতাল ভর্তি করা হয়। গর্ভবতী মহিলার স্বামী পাড়ু টিগ্গা সে সময় হাসপাতালের কর্তব্যরত স্ত্রী রোগ চিকিৎসক প্রশান্ত সরকারের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন। তিনি বলেন স্ত্রীর রক্তপাত শুরু হলেও চিকিৎসা হয়নি উপরন্তু পরদিন সকালে অর্থাৎ এদিন সকালে তার স্ত্রীকে ছুটি দিয়ে দেওয়া হয় , প্রসবের দেরি আছে বলে। কিন্তু ছুটির পর রাস্তায় নিয়ে আসতেই ফের স্ত্রী এর রক্তপাত শুরু হয়। পুনরায় তাকে আবার ওই হাসপাতালেই ভর্তি করা হয়। এই বিষয়ে কর্তব্যরত স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির লিখিত অভিযোগ দেওয়া হয় হাসপাতাল সুপারকে।
বালুরঘাট জেলা হাসপাতাল সুপার পার্থসারথি মন্ডল জানান, অভিযোগ পেয়েছি। ওই চিকিৎসকের কাছে কারন জানতে চাওয়া হয়েছে। প্রসবের তারিখ পড়ে থাকায় এবং প্রসব বেদনা না থাকায় রোগীকে ছুটি দেয়া হয়েছিল। কিন্তু তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়ায় ওই চিকিৎসক তাকে আবার ভর্তি করে নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − seven =