গলসির দাসপুরের নদীর চরে দুটি হেলিকপ্টার ল্যান্ড করায় রহস্য ডানা বেঁধেছে।

গলসির দাসপুরের নদীর চরে দুটি হেলিকপ্টার ল্যান্ড করায় রহস্য ডানা বেঁধেছে। জেলা প্রশাসনের কাছে কোনও তথ্য নেই।বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি জেলা পুলিশ। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হেলিকপ্টার দুটি বায়ুসেনার। এক আধিকারিক বলেন, বায়ু সেনার হেলিকপ্টার ল্যান্ড করলেও জেলা প্রশাসনের অনুমতি নেওয়া প্রয়োজন। এক্ষেত্রে তা হয়নি। গলসি 2 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, এর আগেও একটি হেলিকপ্টারকে চড়ে চক্কর কাটতে দেখা গিয়েছিল। সেবার হেলিকপ্টারে চড়ে ল্যান্ড করেনি। কিন্তু এদিন হেলিকপ্টার থেকে কয়েকজন নদীর চরে নেমে আসে। তা নিয়ে গ্রামবাসীরা আতঙ্কে রয়েছেন। প্রশাসনের বিষয়টি তদন্ত করে দেখা উচিত। এদিকে পানাগড় বায়ুসেনা দফতর সূত্রে জানানো হয়েছে, তারাও জানতে পেরেছে দুটি হেলিকপ্টার বালির চরে নেমেছিল। তারাও বিষয়টি খতিয়ে দেখছে।
সূত্র মারফত জানা যাচ্ছে, সম্প্রতি বায়ু সেনার একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছিল, তারপর থেকেই নির্দেশ আসে হঠাৎ করে জরুরি অবতরণ করতে গেলে পাইলটদের কি করনীয়। সেই কারণেই এই মহড়া চলছে বলে জানা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − six =