গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত্রি নটা নাগাদ ইংরেজবাজার থানার কুতুবপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম দিলীপ সাটিয়া বয়স ৬০। এদিন রাতে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজনেরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। পরিবার সূত্রে জানা যায় কি কারনে তিনি আত্মহত্যা করলেন আমরা কিছুই বুঝতে পারছি না ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।