গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো এক যুবক,
পরিবারের সূত্রে জানাজাই রবিবার দুপুর নাগাদ নিজের ঘরে সাদ্দাক সেখ তার স্ত্রীর সাথে ফনে কথা বলছিলো,তারপর কিছুসময় পর সাদ্দাক সেখের মা সাদ্দাকে খেতে ডাকতে গিয়ে দেখে তার ঘরে দরজা জানালা সব বন্ধ, তারপর সাদ্দাকে অনেক ডাকার পর সাদ্দাকের কোনো উত্তর না পেলে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙে দেখে সাদ্দাক ঘরে জুলন্ত অবস্থাই, খবর দেওয়া হয় ফরাক্কা থানার পুলিশকে, পুলিশ এসে বেনিয়াগ্রাম হসপিটালে নিয়ে আসলে চিকিৎসকরা সাদ্দাক সেখকে মৃত বলে ঘোষণা করে। তারপর সোমবার ভোরে মৃতদেহ ময়না তদন্তের জন্য জঙ্গিপুর হসপিটালে পাঠানো হয়েছে।
এই ঘটনা কি করে ঘটলো স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে কি এই আত্মহত্যার না অন্য কোনো কারণ সব দিক খতিয়ে দেখছে ফারাক্কা থানা পুলিশ
