গলায় লিচুর বীজ আটকে মৃত্যু হল বছর সাতের এক শিশুর,

গলায় লিচুর বীজ আটকে মৃত্যু হল বছর সাতের এক শিশুর,

গরমের ছুটিতে মামার বাড়িতে এসে গলায় লিচুর বীজ আটকে মৃত্যু এক শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে। মৃতের নাম হাসিনা খাতুন, বয়স আনুমানিক সাত বছর।
জানা গেছে, ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্ৰাম পঞ্চায়েতের বাসিন্দা হাসিনা খাতুন। তাঁর বাবা মায়ের সাথে গরমের ছুটিতে মামার বাড়ি সোনাখালী চামড়া গুদাম এলাকায় আসে। মঙ্গলবার মামার বাড়িতে অন্যান্যদের সাথে লিচু খাচ্ছিল হাসিনা। সেই সময় অসাবধানতাবশত তার গলায় চলে যায় লিচুর বীজ। দমবন্ধ হয়ে আসে তার। এরপর পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পাওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। হাসপাতাল সূত্রে খবর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 3 =