গল্ফগ্রিনে বৃষ্টিতে গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক রিক্সা চালকের। কলকাতার গল্ফগ্রিনে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি রিক্সার উপর আচমকা গাছ ভেঙে পড়ে। আর সেই সময় রিক্সার ভিতরেই ছিলেন চালক, এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই রিক্সা চালকের। ওই রিক্সা চালক ক্যানিং এর বাসিন্দা বলেই জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর রিক্সায় গাছ ভেঙে পড়েছে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয়রা তড়িঘড়ি পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে গাছের ডাল সরিয়ে রক্তাক্ত অবস্থায় রিক্সা চালককে উদ্ধার করে বাঙ্গুর হাসপাতালে পাঠায়। এবং সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

দক্ষিণ কলকাতার বিভিন্ন অংশে আজ সকাল থেকেই বৃষ্টি চলেছে। গল্ফগ্রিনের দিকে কখনও হালকা, কখনও মাঝারি বৃষ্টি হচ্ছিল। পুলিশ সূত্রে খবর, বৃষ্টির সময় গল্ফগ্রিন সেন্ট্রাল পার্কের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা রিক্সায় ছিলেন ওই ব্যক্তি। আচমকা জোরে হাওয়া দেয় এবং পাশের একটি গাছ ভেঙে রিক্সার উপরে পড়ে। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই রিক্সা চালকের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + 12 =