গাঁজা, হেরোইন ও জুয়ার ঠেক চলার প্রতিবাদে রবিবার বারাসত-ব্যারাকপুর রোড অবরোধ স্থানীয়দের।

গাঁজা, হেরোইন ও জুয়ার ঠেক চলার প্রতিবাদে রবিবার বারাসত-ব্যারাকপুর রোড অবরোধ স্থানীয়দের।

দত্তপুকুর বারাসতস- ব্যারাকপুর রোডের কোকাপুর এলাকায়,পুলিশ প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে স্থানীয় মানুষজন, তাদের দাবি দীর্ঘ দশ বছর ধরে এই এলাকায় এমন কারবার চলে,যার ফল স্বরূপ রবিবার সকালে মৃতদেহ উদ্ধার হয় রফিকুল ওরফে খোকনের,তাকে খুন করা হয়েছে।প্রশাসন কে জানানো হয়েছে,তারপরে এলাকায় হেরোইন,গাঁজা জুয়ার ঠেক চলছে।এর ফলে এলাকায় সমাজবিরোধীদের আনাগোনা বাড়ছে,এলাকায় অসামাজিক কাজকর্ম প্রায়ই ঘটছে।অবিলম্বে এই কারবার বন্ধ করতে হবে,পুলিশকে কড়া হায়ে মোকাবেলা করতে হবে।১৫মিনিট ধরে চলে এই অবরোধ, ঘটনাস্থলে যায় নীলগঞ্জ ফাঁড়ির পুলিশ।পুলিশের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + seven =