গাছ তলায় সন্তান প্রসব সেলিনার
কাটোয়া হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। কাটোয়ার, করজ গ্রামের বাসিন্দা সেলিনা বিবির শুক্রবার সন্ধ্যা থেকেই তার রক্তক্ষরণ হচ্ছিল। ডাক্তারের চেম্বারে নিয়ে গেলে ডাক্তার পরামর্শ দেন হাসপাতালে ভর্তি করার। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সেইমতো রোগীর আত্মীয়রা সেলিনা বিবি কে নিয়ে আসেন কাটোয়া মহকুমা হাসপাতালে।হাসপাতাল কর্তৃপক্ষ এমার্জেন্সি তে দেখে, সেলিনা বিবিকে রেফার করে দেয় বর্ধমানে । লেখাপড়া না জানায় রেফার ফর্মে সই করেন রোগীর আত্মীয়, প্রায় আড়াই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করছিলেন হাসপাতালের বাইরে গাছ তলায় অ্যাম্বুলেন্সের জন্য, ঠিক সেই সময় তার সন্তান প্রসব হয়ে যায় সেলিনা বিবির ।এরপর গাছ তলায় পড়ে থাকে প্রায় একঘণ্টা , হসপিটাল কর্তৃপক্ষকে খবর দেয় রোগীর পরিবারের আত্মীয়রা।