গাছ লাগালে পাবেন উপহার
বৃক্ষ রোপণের জন্য নতুন বস্ত্র প্রদান যস ঘূর্ণিঝড়ের পর সমাজ সংস্কৃতি ফাউন্ডেশন এবং তাঁরা পীঠ তপোবনের পক্ষ থেকে বয়স্ক বিধবা মহিলাদের একটি করে চারা গাছ এবং একমাস দশ দিনের খাওয়ার দেওয়া হয়েছিল এবং ঘোষণা করা হয়েছিল গাছ বড় করলে দূর্গা পূজা এবং পয়লা বৈশাখে নতুন বস্ত্র এবং শীতকালে কম্বল দেওয়া হবে সমাজ সংস্কৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে। সেই প্রতিশ্রুতি কে বাস্তবায়িত করল তারা শুরু হল দূর্গা পূজা উপলক্ষে নতুন শাড়ি ও সামান্য আর্থিক সহায়তা প্রদান । যারা বৃক্ষ রোপণ করেছেন তাদের বাড়িতে গিয়ে নতুন শাড়ি দেওয়া হলো । সংস্থার সম্পাদক গৌতম পাল জানালেন
যে তিনটি গাছ পরিচর্যার ক্ষেত্রে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান পাবে তাদের মালিকরা সিলিং ফ্যান ও টেবিল ফ্যান পাবেন পুরস্কার হিসেবে।
তিনি আরো বলেন প্রকৃতিতে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতেই আমাদের এই উদ্যোগ ।
সমাজের সর্বস্তরের মানুষকেই এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য স্বাগত জানালেন তিনি।