গাজোল মহাবিদ্যালয়ে সেমিনার রুমে অনুষ্ঠিত হলো আগ্নি বীরবায়ু সংক্রান্ত সেমিনার l উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান এয়ার ফোর্সের উইং কমান্ডার অফিসার এম সুব্বা রাও l সাথে উপস্থিত ছিলেন মালদা জেলা সর্বশিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট পেডাগগি কো-অর্ডিনেটর শ্যাম মন্ডল l অনুষ্ঠান গার্ড অফ অনার দিয়ে শুরু হয় এবং ক্রমান্বয়ে প্রদীপ প্রজ্বলন, আলোচনা এবং ধন্যবাদজ্ঞাপক বক্তৃতা দিয়ে শেষ হয় l অনুষ্ঠানটি পরিচালনা করছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শ্রীশ্যামল ঘোষ l আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজোল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ এম ডি সামিউল আজিম l অফিসার এম সুব্বা রাও আলোচনাসভায় ছাত্র-ছাত্রীদের সুন্দরভাবে প্রজেক্টরের সাহায্যে ভারত সরকারের যে অগ্নিবীরবায়ুতে নিয়োগ হচ্ছে সেই পদ্ধতিটি খুব সুন্দরভাবে উপস্থাপন করেন এবং তিনি বলেন ছাত্রীরা এই বার প্রথম এই ধরণের নিয়োগের সুযোগ পাবে l ছাত্র-ছাত্রীরা খুব মনোযোগ সহকারে শুনছিলো এবং তারা অনেকেই আবেদন করবে বলে আশ্বাস দিয়েছে l ছাত্র-ছাত্রী দের এই নিয়োগ সংক্রান্ত পদ্ধতি নিয়ে যে অল্প বিস্তর সন্দেহ ছিল তা সরাসরি জিজ্ঞাসা করে দুরীভিত করে। ছাত্র-ছাত্রীরা ভীষণভাবে উজ্জীবিতবোধ করে এই ধরনের আলোচনাসভায় অংশগ্রহন করে l আলোচনাসভা শেষ হয় ধন্যবাদজ্ঞাপক বক্তৃতার মাধ্যমে l ধন্যবাদজ্ঞাপক বক্তৃতা প্রদান করেন শিক্ষাবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দেবব্রত মণ্ডল l তিনি বলেন ইন্ডিয়ান এয়ার ফোর্সের সহযোগিতায় ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আরো হলে কলেজের ছাত্রছাত্রীরা ভীষণভাবে উপকৃত হবে l

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eight − 8 =