গত পরশুদিন সকাল বেলায় মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা -দিল্লি দেওয়ানগঞ্জ গামী রাজ্য সড়কে মনিপুর এলাকায় একটি চার চাকার বেপরোয়া গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সাড়ে তিন বছরের শিশুকে ধাক্কা মেরে পালিয়ে যায়। দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির। এদিকে এলাকার ভালুকা ফাঁড়ির পুলিশ ওই ঘাতক গাড়িটিকে ধরতে অসমর্থ হয়। এদিকে ঘটনার দুদিন কেটে গেল ধরা পড়ে না ঘাতক গাড়িটি। এর প্রতিবাদে আজ ওই শিশুটির দেহ মালদা থেকে ময়না তদন্ত করে ফিরতেই শিশুটির দেহ নিয়ে ভালুকা মনিপুর এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে নিহত শিশুর পরিবার এবং গ্রামবাসীরা। আজ সকাল ছয়টা থেকে ভালুকা এলাকার প্রত্যেকটি সড়ক অবরোধ করে নিহত শিশুর পরিবার এবং গ্রামবাসী তার সঙ্গে সঙ্গে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। শিশুটির দেহ গাড়িতে করে মাঝ রাস্তায় রেখে দেওয়া হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভালুকা এলাকা জুড়ে। এদিকে ঘটনার খবর পেয়ে ওই এলাকায় ছুটে যায় ভালুকা ফারের পুলিশ। ভিক্ষুককারী গ্রামবাসী এবং নিহত শিশুর পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করে আশ্বাস দেন অবিলম্বে ওই ঘাতক গাড়ি এবং তার মালিককে গ্রেফতার করা হবে। পুলিশের আশ্বাস পেয়ে প্রায় পাঁচ ঘন্টা পর অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। তাদের দাবি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।