গাড়ির ব্যাটারি চুরি করার অভিযোগে এক যুবককে গাছে বেঁধে মারধর করে তার মাথার চুল কেটে দিল।
ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার তালদি পঞ্চায়েতের বয়ের সিং গ্রামে। স্থানীয় মানুষের দাবি ভোররাতে ২ যুবক এসে গাড়ি থেকে ব্যাটারি চুরি করে নিয়ে যায় এরপর সকাল বেলায় স্থানীয় এক দোকানে বিক্রি করার চেষ্টা করলে ধরা পড়ে সেই যুবক এরপর তাকে নিয়ে আসা হয় গ্রামে সেখানে তাকে একটি গাছে বেঁধে মারধর করে তার মাথার চুল কেটে দেয় এমনই ঘটনা ঘটলো। এই খবর শুনে ক্যানিং থানার পুলিশ যুবককে উদ্ধার করে নিয়ে আসে ক্যানিং মহকুমা হাসপাতালে তাকে চিকিৎসা করেন। স্থানীয় মানুষদের অভিযোগ রাত ৩:৩৫ নাগাদ গাড়ি থেকে ব্যাটারি চুরি করতে আসে দুই যুবক এরপর এক যুবক পালিয়ে গেলে আর একজনকে তারা কিন্তু ধরে ফেলে।
