গাড়ি পাচার চক্রের মূল পান্ডা সহ গ্রেফতার ৩, পাচার হওয়া ৪ টি গাড়ি উদ্ধার করল খড়দহ থানার পুলিশ
গাড়ির মালিকদের কাছ থেকে কাজের জন্য গাড়ি ভাড়া নিয়ে চালাত রহড়া রামকৃষ্ণ পল্লী এলাকার বাসিন্দা শুভজিৎ চ্যাটার্জী।বেশ কিছুদিন যাবৎ গাড়ির ভাড়া মালিকদের দিচ্ছিল না শুভজিৎ।সেই সময় গাড়ির মালিকেরা শুভজিতের বাড়িতে এসে তাদের গাড়ি ফেরত চায়। কিন্তু শুভজিৎ চ্যাটার্জী তাদের গাড়ি দিতে অস্বীকার করে। এরপর সন্দেহ হওয়াতে গাড়ির মালিকরা খড়দহ থানায় অভিযোগ দায়ের করে।খড়দহ থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে শুভজিৎ চ্যাটার্জী সেই সমস্ত গাড়ি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। তারপর খড়দহ থানার পুলিশ গোপন অভিযান চালিয়ে গাড়ি পাচার চক্রের মূল পান্ডা শুভজিৎ চ্যাটার্জী,গোপাল বেরা ও আকাশ দাস এই তিনজনকে গ্রেপ্তার করে। পাশাপাশি এদেরকে জিজ্ঞাসাবাদ করে খড়দহ কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি পরিত্যক্ত জায়গা থেকে চারটি গাড়ি উদ্ধার করেছে খড়দহ থানার পুলিশ। ধৃত পাচারকারীরা রহড়া থানা ও ঘোলা থানার অন্তর্গত বাসিন্দা। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পাঠালো খড়দহ থানার পুলিশ।