গাড়ির সঙ্গে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত বাইক আরোহী।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি গামী বাইপাস রোডের সাহেবপাড়ায় । জানা গিয়েছে, এদিন বিকেলে দুটি মোটরবাইক নিয়ে দুজন যুবক জলপাইগুড়ি থেকে ভান্ডিগুড়ি চা বাগানে যাচ্ছিল। স্কর্পিওটি উলটো দিক থেকে আসছিল। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, দ্রুত গতিতে আসা একটি মোটরবাইক স্কর্পিওতে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মোটরবাইক আরোহীর। জানা গিয়েছে,মৃত যুবকের নাম আশিক থাপা,ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি হাসপাতাল মর্গে পাঠায়।