গুলি করে মহিলা খুনের ঘটনার পাঁচ ঘন্টার পুলিশের তৎপরতায় গ্রেফতার হল খুনে জড়িত মূল অভিযুক্ত।
নদীয়ার নবদ্বীপের বাস স্ট্যান্ড পলতা ঘাট রোড এলাকায় গুলি করে মহিলা খুনের ঘটনার পাঁচ ঘন্টার মধ্যেই খুনের কিনারা করল পুলিশ। পাশাপাশি নবদ্বীপ থানার পুলিশের তৎপরতায় গ্রেফতার হল খুনে জড়িত মূল অভিযুক্ত। এছাড়াও উদ্ধার হলো হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয় রানু বৈরাগ্য নামে এক মহিলার। মৃত মহিলা নবদ্বীপ পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ডের এলানে শিব তলার ফুলবাগান এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে পারিবারিক ও পুলিশ সূত্রে। অভিযুক্ত নব কুমার কুন্ডু নামের মৃত মহিলার প্রতিবেশী ওই ব্যক্তি অবৈধ সম্পর্ক স্থাপনের জন্য দীর্ঘদিন ধরে ওই মহিলাকে উত্ত্যক্ত করতো বলে অভিযোগ পরিবারের। তার সেই প্রস্তাবে রাজি না হওয়ার কারণে আক্রোশের বসে এই দিন সকালে গুলি করে রানু বৈরাগ্য কে হত্যা করে নবকুমার মন্ডল নামের অভিযুক্ত ব্যক্তি বলে ও অভিযোগ মৃতের পরিবারের। ঘটনা ঘটার কয়েক ঘন্টার মধ্যেই খুনের কিনারা করার বিষয়টি নবদ্বীপ থানার পুলিশের বড় সাফল্য বলে মনে করছে প্রশাসনিক স্তর থেকে শুরু করে বিভিন্ন মহল।