গৃহবধূকে মারধর করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, স্বামীর বিরুদ্ধে
বছর ২৩ এর এক গৃহবধূকে মারধর করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এমনই অভিযোগ করেছেন মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে সাতসকালে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা জেলার গাজোলের রানীগঞ্জ ১ নং ব্লকের খড়িবাড়ি এলাকায়। তবে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম সুমিত্রা সরকার,বয়স আনুমানিক ২৩ এবং অভিযুক্ত স্বামীর নাম সমীর সরকার বাড়ি মালদার গাজোলের রানীগঞ্জ ১ নং অঞ্চলের খড়িবাড়ি এলাকায়। প্রায় ছয় বছর পূর্বে মালদা জেলার গাজোলের ময়না রায়পাড়া এলাকার মেয়ে সুমিত্রা সরকারের সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের এক কন্যা সন্তানও রয়েছে পাঁচ বছরের। এদিকে, মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে অভিযুক্ত জামাই সমির সরকার মাঝে মধ্যেই শারীরিক ও মানসিকভাবে অত্যাচার এবং মারধর করত বলে অভিযোগ। এই নিয়ে সংসারে অশান্তি লেগে থাকত। অন্যদিকে প্রায় ছয় মাস আগে ফের মারধর করার ফলে এলাকার লোকজন নিয়ে একটি সালিশি সভা বসা হয়েছিল কিন্তু অভিযুক্ত সমীর সরকার সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ এবং মৃতদেহটি উদ্ধার করে প্রথমে গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। পড়ে মৃতদেহটির ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়েছে। পাশাপাশি, পরিবারের লোকেরা গাজোল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত জামাইয়ের বিরুদ্ধে এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে আটক করে আনা হয়েছে গাজোল থানায়। তবে এই খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।