গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ১ ব্যাক্তি
ঘটনাটি ঘটেছে ভাতারের আদিবাসী পাড়ায়। অভিযোগ মঙ্গলবার ভাতারের মুকুন্দপুর আদিবাসী পাড়ায় ছাগল কিনতে যায় ওই গৃহবধূ সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আদিবাসী এক গৃহবধূকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপরই পাড়ার অন্য বাসিন্দারা তাকে ধরে রেখে পুলিশকে খবর দেয়। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম সরকত খান।বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বেলগ্রাম এলাকায়,পেশায় তিনি ছাগল ব্যাবসায়ী। গৃহবধূর স্বামীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সরকতকে গ্রেফতার করে এবং বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার।
