গৃহবধূকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া স্বামী ও শাশুড়িকে আজ বাঁকুড়া জেলা আদালতে পাঠানো হয়েছে।
গৃহবধূকে হত্যার অভিযোগে গতকাল গ্রেপ্তার হওয়া ওই মহিলার স্বামী ও শাশুড়িকে আজ বাঁকুড়া জেলা আদালতে পাঠালো ছাতনা থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল ছাতনা ব্লকের জিড়রা গ্ৰামে। পুলিশ জানিয়েছে, গতকাল শনিবার সকালে শ্বশুরবাড়ি থেকে সমাপ্তি মণ্ডলের (১৯) দেহ উদ্ধার হয়। পরে, সমাপ্তির বাপের বাড়ির তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী রমেন মণ্ডল ও শাশুড়ি মমতা মন্ডলকে গ্রেফতার করা হয় এবং আজকে কোর্টে তোলা হচ্ছে।
