গৃহবধূর অশ্লীল ভিডিও ভাইরাল করলো নিজেরই প্রতিবেশী, সাইবার ক্রাইমের দ্বারস্থ গৃহবধু এবং তার স্বামী।
উলুবেড়িয়া কুলগাছিয়া কালিতলার বাসিন্দা ওই গৃহবধূ প্রতিবেশীর সঙ্গে একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছিল। তার শোধ নিতে ওই গৃহবধূ স্নানের সময় অশ্লীল ভিডিও তুলে তা প্রকাশ্যে ভাইরাল করার অভিযোগ উঠল প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে। প্রতিবেশী ( তারক হাজরা সুকেশ হাজরা বাপন হাজরা) একটি জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে এদের মধ্যে সমস্যা চলছিল বলে জানা যায়। সেই সমস্যায় প্রতিশোধ নিতেই এইরকম ধরনের কুরুচিকর অশ্লীল ভিডিও ভাইরাল করেন তারা এবং সেই ছবি পাড়ারয় বেশ কয়েকজন যুবক এমনকি ওই গৃহবধূর ছেলের কাছেও পৌঁছে যায় তারপর থেকেই জানাজানি হয়ে যায়। ওই গৃহবধূকে দেখে অনেকে হাসাহাসি করতে থাকায় গৃহবধূর সন্দেহ হয় তারপর এই সমস্ত কিছু প্রকাশ্যে আসে।এমনটাই জানালেন ওই গৃহবধূ এবং তার স্বামী। তাদের আরো অভিযোগ এই অভিযুক্তরা এখনো বুক ফুলিয়ে প্রকাশ্যে ঘুরছে। অভিযুক্তরা জানান তাদের কিছুই হবে না তারা রাজনৈতিক ছত্রছায়ায় আছে বলে তাদের দাবি।ইতিমধ্যেই হাওড়া সাইবারক্রাইম একটি অভিযোগ জানানো হয়েছে।
