গেরুয়া বস্ত্র পরে গঙ্গায় ডুব দিয়ে স্নান করলেন প্রধানমন্ত্রী
নবরূপে কাশী-বিশ্বনাথ ধাম। বদলে যাওয়া কাশী বিশ্বনাথ মন্দির কমপ্লেক্সের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি । সকালে দিল্লি থেকে বিমানে বারাণসী পৌঁছে প্রথমে কালভৈরব মন্দিরে পুজো দিয়ে আরতি করেন প্রধানমন্ত্রী। এরপর খিরকিয়া ঘাট থেকে অলকানন্দা ক্রুজে পৌঁছন ললিতা ঘাটে। প্রধানমন্ত্রী সফর উপলক্ষে পুরো এলাকাটি খালি করে দেওয়া হয়। ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা । এদিন কাশীর ললিতা ঘাটে নেমে গেরুয়া বস্ত্র পরে গঙ্গায় ডুব দিয়ে স্নান করেন। এরপর সূর্যের আরাধনা এবং গঙ্গা পুজো করেন প্রধানমন্ত্রী। তারপর এখান থেকেই পায়ে হেঁটে যান কাশী বিশ্বনাথ মন্দিরে। এরমধ্যেই ট্যুইট করে প্রধানমন্ত্রী জানান, পুণ্যতোয়া গঙ্গায় স্নান করে আমি কৃতার্থ। মনে হচ্ছিল যেন কলকল শব্দে মা গঙ্গা আমাকে এই বিশ্বনাথ ধামের জন্য আশীর্বাদ জানাচ্ছেন।
