জানা যায় জলন্ধর থেকে পাকিস্তানি গুপ্তচর সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করল গুজরাট পুলিশ। ধৃতের নাম মহম্মদ মুর্তাজা আলি। বৃহস্পতিবার জলন্ধরের ভার্গব ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে মুর্তাজাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও ৩টি সিমকার্ড বাজেয়াপ্ত হয়েছে। সূত্রের খবর, জলন্ধরের গান্ধীনগর এলাকা থেকে পাকিস্তানে গোপন খবর পাচার হচ্ছে বলে গুজরাট পুলিশের কাছে খবর আসে। এরপরই যৌথ অভিযানে নামে গুজরাট ও জলন্ধর পুলিশ। অবতার নগর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মহম্মদ মুর্তাজাকে। শুধু তাই নয় খবর পাচারে নিজের অ্যাপ ব্যবহার করত মুর্তাজা আলি। পহেলগামে জঙ্গি হামলার পরই পাকিস্তানের প্রায় ১৬টি ইউটিউব চ্যানেল ব্যান করেছে কেন্দ্রীয় সরকার। এর মধ্যে অধিকাংশই ছিল খবরের চ্যানেল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভারতীয় খবরের চ্যানেল থেকে তথ্য সংগ্রহ করে পাকিস্তানে পাচারের জন্য নিজেই একটা অ্যাপ বানিয়েছিলেন মুর্তাজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 18 =