“গোপন বৈঠক মানছি না,মানব না” ,গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ যুব ছাত্র অধিকার মঞ্চ।

“গোপন বৈঠক মানছি না,মানব না” ,গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ যুব ছাত্র অধিকার মঞ্চ।

গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ যুব ছাত্র অধিকার মঞ্চ।ইতিমধ্যে এসএসসি নিয়োগের দাবিতে সরব বিক্ষোভকারীরা।এদিন গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ দেখানো হয়।আন্দোলনরতদের কাছে বক্তব্য রাখছেন আইসার রাজ্য সভাপতি নীলাশিস বসু, এআইসিসিটিইউ(AICCTU ) এর রাজ্য সম্পাদক বাসুদেব বসু, আইলাজের পক্ষে দীবাকর ভট্টাচার্য, আইপোয়ার পক্ষে কাজল দত্ত প্রমুখ।উপস্থিত আছেন CPI-ML লিবারেশনের কলকাতা জেলা সম্পাদক অতনু চক্রবর্তী, রাজ্য কমিটি সদস্য নবেন্দু দাশগুপ্ত, সুব্রত সেনগুপ্ত, বর্ষীয়ান পার্টি নেতা অমলেন্দু ভূষণ চৌধুরী, আইসা রাজ্য সম্পাদক স্বর্ণেন্দু মিত্র সহ অন্যান্য নেতা-কর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 3 =