গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা ও পুলিশ গিয়ে বন্ধ করে গাছ কাটা, গ্রেফতার করে দুজনকে

গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা ও পুলিশ গিয়ে বন্ধ করে গাছ কাটা, গ্রেফতার করে দুজনকে

কয়েকদিন ধরে বেআইনি ভাবে কাটা হচ্ছিল গাছ, গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা ও পুলিশ গিয়ে বন্ধ করে গাছ কাটা। গ্রেফতার করা হয় দুজনকে বাজেয়াপ্ত করা হয় দুটি মোটর বাইক ও গাছ কাটার সরঞ্জাম।
এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের মাংরুল পঞ্চায়েতের মাংরুল গ্রামে। জানাযায় মাংরুল গ্রামের ধীরেন মন্ডল নামে এক ব্যক্তি তার ৫ বিঘে পুকুরপাড়ে লাগিয়েছিলেন একাধিক নামি দামি গাছ, বেশ কয়েকদিন ধরেই সেই গাছ প্রশাসনের বৈধ অনুমতি ছাড়াই কেটে বিক্রি করা হচ্ছিল, গোপন সুত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর আধিকারিকরা ও রামজীবনপুর ফাঁড়ির পুলিশকর্মীরা। পুলিশ গিয়ে বেআইনিভাবে গাছ কাটার অপরাধে দুই জনকে গ্রেফতার করে, বাজেয়াপ্ত করা হয় মোটরবাইক ও গাছ কাটার সরঞ্জাম। দৌড়ে পালিয়ে য়ায় গাছের মালিক।এ বিষয়ে ঘাটালের রেঞ্জার অসিতবরণ মুখার্জি বলেন বৈধ অনুমতি ছাড়াই গাছ কাটা হচ্ছিল দুইজনকে আটক করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে গাছকাটার সরঞ্জাম। অভিযুক্তদের খোঁজ শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 6 =