উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার গোবরডাঙ্গা ৬ নম্বর ওয়ার্ডে দেওয়ানজী বাড়ির পুজো প্রায় ৩০০ বছরের। গত কয়েক বছর বন্ধ ছিল পুজো। বাড়ির এক সদস্যের স্বপ্ন দেশে আবার শুরু হয়েছে দুর্গাপূজা। দেওয়ানজী বাড়ীর জামাই সুমন্ত ভট্টাচার্য নিজেই পুরোহিত।সারা বছর পরিবারের সদস্যরা কর্মসূত্র বাইরে থাকলেও পুজোর কটা দিন সকলেই চলে আসেন। এক চলার প্রতিমা, পঞ্চমী থেকে পুজো শুরু হয় পুজো, বিজয় দশমীর দিন পুজোর শেষে যমুনা নদীতে বিসর্জন হয়।দশমী পূজোর দিন পান্তা ভাত, কচু শাক ভোগ হিসেবে দেওয়া হয়। পুজো শেষে বাড়ির মহিলারা বরণ সেরে নেন, তারপরে হয় প্রতিমার সামনে দর্পণ বিসর্জন ও পুজোর ঘট বিসর্জন,বিকালে হয় যমুনা নদীতে বিসর্জন। দেওয়ান বাড়ির যে পুরনো মন্দির রয়েছে সেখানে আগে একই বেদীতে জগদ্ধাত্রী পুজো ও দুর্গা পুজো হতো,বর্তমানে মন্দিরের ভগ্ন দশার কারণে বাড়ির বারান্দায় পুজো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − seven =