গোসাবায় বাঘ খুঁজতে গিয়ে আহত একজন কর্মী।
কুলতলীর পর এবার বাঘ আতঙ্ক গোসাবায়।
অনেক চেষ্টার পর কুলতলির বাঘকে বাগে আনা সম্ভব হয়েছে।এবার সেই বাঘ আতঙ্ক দেখা দিল গোসাবায়। বাঘকে ধরতে গিয়ে আহত এক বনকর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাকে গোসোবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বর্তমানে বাঘটি সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর মিত্র বাড়ি এলাকায় অবস্থান করছে। একজন বন কর্মীকে থাবা মেরেছে বাঘটি। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
