গোসোবা ব্লকের ছোট মোল্লা খালি কালিদাসপুরে নদী বাঁধ ভেঙে গ্রামের জল ঢুকে গেছে

গোসাবা:গতকাল গোসোবা ব্লকের ছোট মোল্লা খালি কালিদাসপুরে নদীর বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সারারাত ধরে সেই নদীবাধের কাজ শুরু করা হয়। তবে আবারো জোয়ারের জল বেড়ে যাওয়ায় কাজ বন্ধ রাখতে হয় প্রশাসনের পক্ষ থেকে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে দ্রুততার সঙ্গে কাজ করে নদী বাঁধ মেরামতি করে দেওয়া হবে ।এবং এলাকা থেকে নোনা জল পাম্পের সাহায্যে বাইরে বার করা হবে বলে এমনই জানান। তবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এলাকাতে যাতে আর জল না ঢোকে সে জন্যই একটি বাঁধ ইতিমধ্যে তৈরি করে দেয়া হয়েছে এবং আজ থেকে রিং বাঁধের কাজ শুরু হবে এবং যেসব মানুষ ইতিমধ্যে বিভিন্ন স্কুলে ও ফ্লাট সেন্টারে রয়েছে তাদের খাওয়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এলাকার জল নেমে গেলেই তবে তাদের বাড়িতে পৌঁছে দেবেন বলে জানান ব্লক আধিকারিক বিশ্বনাথ চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × two =