“গো গ্রীন” বার্তা নিয়ে সাইকেলে ডুয়ার্স থেকে লাদাখ পাড়ি দিল পুষ্পেন্দু

“গো গ্রীন” বার্তাকে সামনে রেখে বুধবার সাইকেল নিয়ে ডুয়ার্সের গয়েরকাটা থেকে কন্যাকুমারী হয়ে লাদাখের উদ্দেশ্যে পাড়ি দিল ডুয়ার্সের বানারহাট ব্লকের গয়েরকাটার বাসিন্দা বছর ত্রিশের পুষ্পেন্দু বসু রায়। আজকাল দু এক কিলোমিটার যেতেই প্রত্যেককেই মোটরবাইক কিংবা গাড়ির ব্যবহার করে। মোটর বাইক গাড়ির সংখ্যা বাড়ায় পরিবেশ দূষণ হচ্ছে প্রতিনিয়ত।পেশায় মেলার কর্মী এই যুবক পরিবেশকে রক্ষার্থে দূষণ নিয়ন্ত্রণের বার্তা দিতে এই উদ্যোগ গ্রহণ করেছেন।৭৫ দিনের মধ্যে কন্যাকুমারী থেকে লাদাখ হয়ে গয়েরকাটা ফিরে আসার পরিকল্পনা রয়েছে তার। পরিবারের সদস্যদের পাশাপাশি এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে পাশে দাঁড়িয়েছেন সকলেই। এদিন গয়েরকাটা থেকে রওনা দেওয়ার আগে স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।এবিষয়ে পুষ্পেন্দু বলেন, পরিবেশকে বাঁচাতে গো গ্রীন বার্তা নিয়ে কন্যাকুমারী যাচ্ছি, অল্প দূরত্বে যেতে হলে মানুষ বাইক ব্যবহার করে সেই জায়গায় সাইকেল ব্যবহার করুক পরিবেশকে বাঁচাক। দিনে প্রায় ১০০ থেকে ১৫০ কিলোমিটার সাইকেল চালাব।আশা করছি ৭৫ দিনের মধ্যে পৌঁছে যা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =