গৌড়েশ্বর নদীর ভাঙ্গা বাঁধের কাজ শুরু করলো প্রশাসন।
বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের মামুদপুর গুলেখালি নদীর সুইজগেটের পাশ থেকে প্রায় ৩০ ফুট নদী বাঁধ একদিকে উত্তর মামুদপুর দক্ষিণ মামুদপুর সহ বেশ কয়েকটি গ্রামের নোনা জল অন্যদিকে চাষের জমিতে ও মেছোভেড়িতে জল ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিস্তীর্ণ এলাকা।এদিন সকাল থেকে প্লাস্টিক, মাটির বস্তা, বাঁশ পাইলিং দিয়ে বাঁধের কাজ শুরু করেছে স্থানীয় পঞ্চায়েত। কাজে লাগানো হয়েছে ১০০ দিনের কর্মীদের। গতকাল শুক্রবার দুপুর তিনটে নাগাদ, গৌড়েশ্বর নদীর জলস্তর বেড়ে গিয়ে বাঁধ ভেঙে যায়।হিঙ্গলগঞ্জে ব্লক প্রশাসন নির্দেশিকা জারি করেছিল পঞ্চায়েত গুলোকে সতর্ক থাকার। অন্যদিকে এই বাঁধের কাজের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। রায়মঙ্গল, কালিন্দী,ইছামতি সহ একাধিক নদীর বাঁধে ফাটল দেখা দিয়েছে।হিঙ্গলগঞ্জের বিডিও জ্যোতিপ্রকাশ লাহিড়ী, সেচ দপ্তর ও পঞ্চায়েতকে দ্রুত বাঁধ মেরামতি করার নির্দেশ দিয়েছেন।