গৌরীপুরের ঠাকুমার পাশে প্রয়াসের যুবশক্তি।
করোনা আবহে দেশের অর্থনীতি ইতিমধ্যেই রসাতলে।কাজ হারিয়েছেন বহু মানুষ।এই কঠিন পরিস্থিতিতে এক প্রকার নিঃস্ব হয়ে ঘুরছেন নৈহাটির অন্তর্গত গৌরীপুরের এক বৃদ্ধা।৭৯ বছরের ওই বৃদ্ধার ছেলেরা প্রত্যেকেই বহুদিন হল মারা গেছেন।ছোট্ট একটি ঘরে ৮ জনের বসবাস।সংসারে রোজগার বলতে বৃদ্ধার ভিক্ষাবৃত্তি।৮ জনের পেট চালাতে তাই ভিক্ষাবৃত্তিই ভরসা ওই বৃদ্ধার।কিন্তু তাতেও যে নুন আনতে পান্তা ফুরোয়।প্রয়াস ওয়েলফেয়ারের সেক্রটারি সৌরাশিস ঘোষ জানান,হঠাৎই প্রয়াসের দ্বারস্থ হন ওই বৃদ্ধা।জানান নিজের সমস্যার কথা।এমনকি রেশন কার্ড না থাকায় সরকারি প্রকল্পের সুবিধাও পাচ্ছেন না তিনি।এরপরই প্রয়াস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পরিবারের পক্ষ থেকে নৈহাটির গৌরীপুর পোস্ট অফিস এলাকার সেই ঠাকুমা এবং তার পরিবারের হাতে একমাসের বাজার তুলে দেওয়া হয়।আগামী দিনে প্রশাসনের সহায়তায় ওই বৃদ্ধার রেশন কার্ডের ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছেন প্রয়াস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।