গ্যাস চালিত চলন্ত মারুতি তে আগুন লেগে ভস্মীভূত হয়েছে।
মঙ্গলবার সকালে গোঘাটের কামারপুকুর পশ্চিম অমরপুর কামারশাল এলাকায় কামারপুকুর জয়রামবাটি দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ওই গাড়িটির চালক ও মালিক অলোক মন্ডল জানায়, “সকালে বাঁকুড়া জেলার সোনামুখীর ধুলায় গ্রাম থেকে পাঁচজন সপরিবারে কামারপুকুর জয়রামবাটি দর্শনার্থীর জন্য বেরিয়েছিলাম। জয়রামবাটী মা সারদার দর্শনের পর কামারপুকুর আসার সময় অল্প অল্প আগুন লক্ষ্য করতে পারি গাড়ির ভিতর থেকে আমরা সবাই নেমেছে সক্ষম হয়েছি। হঠাৎ আগুন লেগে যায়”। পুলিশ জানায়, ওই মারুতি টি কোনভাবে গ্যাসের শর্ট সার্কিট হয় এই ঘটনা প্রাথমিক তদন্তের মনে করছেন। প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে দমকলকর্মীরা। ওই মারুতি গাড়ি যাত্রীরা সবাই সুস্থ আছেন।
