গ্যাস সিলিন্ডার পাচারের অভিযোগে এক গাড়ি চালককে ধরে মারধর করল স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে বহরমপুরের গান্ধি কলোনী এলাকায় । অভিযোগ দীর্ঘদিন থেকে জিয়াগঞ্জের একজন ডিস্ট্রিবিউটার বেআইনি ভাবে বহরমপুরে গ্যাস সিলিন্ডার পাচার করছিল। বুধবার একটি বোলেরো পিক আপ ভ্যানে করে ৮০ টি গ্যাস সিলিণ্ডার নিয়ে আসার সময় হাতেনাতে ধরা পড়ে যায়। অভিযোগ, সেই সময় বহরমপুর কুঞ্জঘাটার কাছে ওই গাড়িটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গান্ধী কলোনিতে ধাওয়া করে ওই গাড়িটিকে ধরে ফেলে মুর্শিদাবাদ এলপিজি গ্যাস এসোসিয়েশন। খবর পেয়ে বহরমপুর পুলিশ গিয়ে ওই গাড়ি চালককে আটক করে নিয়ে যায়। গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। মুর্শিদাবাদ এলপিজি গ্যাস এসোসিয়েশন সম্পাদক সুদীপ সরকার বলেন, ভারত সরকারের উজালা গ্যাস দরিদ্র মানুষের বাড়ি বাড়ি না পৌঁছে অসাধু উপায়ে ব্রোকারদের হাতে পৌঁছে যাচ্ছে। জিয়াগঞ্জ -আজিমগঞ্জ এর এক ডিস্ট্রিবিউটার ১৫ কিলোমিটার এর বাইরে এক্তিয়ার বহির্ভূতভাবে উজলা গ্যাস পাঠাচ্ছেন। যার ফলে রাজ্য ও কেন্দ্র সরকারের রেভিনিউ মার খাচ্ছে। ফলে দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে এলপিজি গ্যাস এসোসিয়েশন। বুধবার যে গ্যাস ভর্তি গাড়িটিকে আটক করা হয়েছে সেই গাড়ির যেমন কাগজ নেই তেমনি গ্যাসের সিলিন্ডার গুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তারও কোন বৈধ কাগজ দেখাতে পারেনি বলে অভিযোগ । সে কারণেই ওই গাড়িটিকে আটকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। ঘটনার তদন্তে শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।
