গ্রামবাসীদের উদ্যোগে তৈরি আস্ত একটি শ্মশান, সাধুবাদ প্রশাসনের

কেউ একশো আবার কেউ পাঁচশো ন’টি গ্রামের মানুষরা নিজেরাই চাঁদা তুলে তৈরি করে ফেললেন আস্ত একটি শ্মশান। শশাঙ্কের রাজধানী গৌড় এলাকায় অবস্থিত দখল গ্রামে তৈরি করা হয়েছে এই শ্মশান। মালদহের ইংরেজ বাজার ব্লকের মহদীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দখল গ্রাম, বারদুয়ারি সহ ন’টি গ্রামের মানুষজন নিজেরাই কেউ ১০০ কেউ আবার ৫০০ টাকা চাঁদা দিয়ে প্রায় ১৭ লক্ষ টাকা ব্যয় তৈরি করেছেন এই শ্মশান। ভাগরথী নদীর তীরে অবস্থিত আমবাগান ঘেরা এই শ্মশান। শুধু চাঁদা তুলে নয়, গ্রামবাসীরা একত্রিত হয়ে জমি দান করে প্রায় তিন বিঘা জমির উপর তৈরি হয়েছে এই শ্মশান।
উপস্থিত ছিলেন, ইংরেজ বাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী, ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ, বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা।
পাশাপাশি, জানা গিয়েছে এই এলাকায় এতদিন কোনো শ্মশান বা চুল্লি ছিল না। ফলে প্রিয়জনরা মারা গেলে দাহ করতে নানা রকম সমস্যার মধ্যে পড়তে হত গ্রামবাসীদের। তাই গ্রামবাসীরা নিজেরাই একত্রিত হয়ে উদ্যোগ নিয়ে একটি পাকা চুল্লি এবং শ্মশানের মন্দির তৈরি করলেন।
এই বিষয় ইংরেজ বাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী জানান, গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগ নিয়ে এই শ্মশান তৈরি করেছেন। আগামীতে শ্মশানের পরিকাঠামো উন্নয়নে কোন সরকারি সাহায্য লাগলে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পূরণের আশ্বাস দিয়েছেন বিডিও। অন্যদিকে এই বিষয়ে ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ জানান, গ্রামবাসীরা নিজেরা উদ্যোগ নিয়ে এই শ্মশান তৈরি করেছেন সত্যি তা প্রশংসনীয়। আজ তার উদ্বোধন করা হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =