স্থানীয় সূত্রে জানা গেছে সন্দীপ মন্ডল মেন্টালি পেশেন্ট মা বিকেলবেলায় দাঁড়িয়েছিল বাড়ির মধ্যে এমন সময় আচমকা হেসুঁয়া দিয়ে গলায় এলোপাথারী কোপ মারে। ৪০ বছরের রেজিনগর থানার জগভনপুর গ্রামে শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় ঘটনা। মৃতার নাম গায়ত্রী মন্ডল বয়স ৪০ ছেলের নাম সন্দীপ মন্ডল বয়স ২৩,ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে রেজিনগর থানার পুলিশ এসে বডিটাকে বেলডাঙ্গা প্রাথমিক হসপিটালে পাঠায়। সেখানেই ডাক্তার মৃত বলে ঘোষণা করে আর ছেলেকে গ্রেপ্তার করেছে রেজিনগর থানার পুলিশ।