বেশ কিছুদিন আগে বীরভূমের রামপুরহাট এর বগটুই গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনায় রামপুরহাট থানার পুলিশ তৎপরতার সঙ্গে দুজন চোর এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করলো। ধৃতরা হল সূরজ সেখ ও কিরন সেখ। এদের বাড়ি বীরভূমের মাড়গ্রাম থানার তেঁতুলিয়া গ্রামে। ধৃতরা বগটুই গ্রামে বাড়ি ভাড়া নিয়ে থাকতো এবং এই ধরনের দুষ্কর্ম করতো বলে পুলিশ জানায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ল্যাপটপ, মাউস, ক্যামেরা মোবাইল। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।
Home জেলা