বিজয়া সম্মিলিতে রাজ্য তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ যোগ দিতে যাওয়ার আগের রাতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। গোষ্ঠী সংঘর্ষের জেরে গুলিবিদ্ধ হলো এক স্থানীয় তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান । এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার থানারপাড়া থানার পিয়ারাপুর গ্রামে। ঘটনায় সাইফুল মন্ডল ওরফে গুট্টু নামে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য প্রাক্তন পঞ্চায়েত প্রধান হাসিবুল রহমান মণ্ডলকে লক্ষ্য করে গুলি ছুড়লে সেইগুলি তার পায়ে লাগে। সেখান থেকে উদ্ধার করে তাকে প্রথমে করিমপুর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয় ,সেখান থেকে স্থানান্তরিত করা হয় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রাতে এই ঘটনা জড়িত সাইফুল সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।