এমনই ভয়াবহ পথদূর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার আধকাটা এলাকায় চন্দ্রকোনা-পলাশচাবড়ী রাজ্যসড়কে।জানাযায়,জখম তিন যুবকের নাম শিবাতুল্লাহ খাঁন(২২),আসাতুল্লাহ খাঁন(১৯) ও আমিনুল খাঁন(১৭),তিনজনের বাড়ি চন্দ্রকোনার মহেশপুরে।পরিবার সূত্রে জানাযায়,আজ এই তিন ভাই মিলে বাইকে করে চন্দ্রকোনা শহরে এসেছিল বোনের বিয়ের জন্য ফুল কিনতে,আগামীকাল তাদের বোনের বিয়ে।ফুল কিনে বাইকে করে তিন ভাই মহেশপুরে বাড়ি ফিরছিল,আধকাটা এলাকায় রাজ্যসড়কে তাদের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে।ঘটনাস্থলেই বাইক থেকে ছিটকে পড়ে তিন ভাই,রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোনের বিয়ের জন্য কেনা ফুল।ঘটনা জানাজানি হতেই খবর যায় চন্দ্রকোনা থানার পুলিশে,পুলিশ ও স্থানীয়রা রক্তাক্ত তিন ভাইকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর তৎক্ষনাৎ তিনজনকেই পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।হাসপাতাল সূত্রে জানাযায়,তিনজনের মধ্যে শিবাতুল্লাহ খাঁন নামের এক ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক।এই ঘটনার খবর জখমদের বাড়ি পর্যন্ত পৌঁছালে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল চত্বরে জড়ো হয় পরিবারের লোকজন,কান্নায় ভেঙে পড়ে সকলেই।খাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ।এই দূর্ঘটনার জন্য ট্রাকের চালককেই দায়ী করেছে জখম তিনজনের পরিবারের লোকজন।