গতকাল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে ওড়িশার বালেশ্বরে। সেই দুর্ঘটনাগ্রস্থ ট্রেনেই ছিলেন রামনগরের বারাঙায় আতাবুল খান। তিনি কোনক্রমে প্রানে বেচেঁছেন। ঘটনার ভয়াবহতা এখনো ভুলতে পারছেন না তিনি। নিজে আহত হলেও তিনি অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছেন। আহত অবস্থায় চিৎকার করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতরাতেই কোনক্রমে ফিরেছেন বাড়ি। আহত হয়েছেন আতাবুল। হাত ভেঙে গেছে তার। গতরাতে সেই ভয়াবহ ঘটনা শোনালেন তিনি।