ঘন কুয়াশায় ইঞ্জিন ভ্যান উল্টে আহত ৭ মৎস্যজীবী।

ঘন কুয়াশায় ইঞ্জিন ভ্যান উল্টে আহত ৭ মৎস্যজীবী।

 

বসিরহাট মহকুমার হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের মাঝেরআইট মোড় এলাকার ঘটনা। সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের বাগানআটি গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা বুধবার ভোর রাতে ইঞ্জিনভ্যান চেপে হাড়োয়া নাসিরহাটি রোড ধরে মেছোভেড়িতে মাছ ধরতে যাচ্ছিলেন। ঘন কুয়াশায় ভ্যানচালক মাঝেরআইট এলাকার আসতেই হঠাৎ করে সামনে একটি কুকুর চলে আসে। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনায় সাত জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে পুলিশ। স্থানীয় বাসিন্দারা আক্রান্ত মৎস্যজীবীদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 13 =