ঘন কুয়াশায় ঢেকেছে দক্ষিণ দিনাজপুর।
২০২০ সালে করোনা আবহ থেকে শুরু করে গ্রীষ্মের দাবদাহ, বর্ষার বৃষ্টি, বন্যার ভ্রুকুটি, মনোরম শরৎ, হেমন্ত সকল কিছুই সহ্য করে চলেছে দক্ষিণ দিনাজপুরবাসী।ঠিক তার পরেই দক্ষিণ দিনাজপুরবাসীকে ঠান্ডার পরশ এনে দিতে সোমবার মরশুমের প্রথম কুয়াশার দেখা পেল বালুরঘাটবাসী।কুয়াশায় বালুরঘাট শহরে আজ দৃশ্যমানতা ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই কম।পাশাপাশি ঘন কুয়াশার কারণে তাপমাত্রাও নেমেছে অনেকটাই।গরম পোশাক পরে বালুরঘাটবাসী এই মরসুমের প্রথম ঠান্ডাকে উপভোগ করতে বেড়িয়ে পড়েছে বাড়ি থেকে সকাল সকাল।সোমবার ঘন কুয়াশার কারণে সকাল দশটার পরেও সূর্য দেবের দেখা না মেলায় এই ঠান্ডা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।