ঘরের ভিতর থেকে দুই স্কুল ছাত্র ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যপক চাঞ্চল্য।
ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নদিয়া নাকাশিপাড়া থানার সত্যপুর গ্রামে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় ছেলে নাম অয়ন ঘোষ ১৬ ও মেয়ের নাম পায়েল ঘোষ ১৪ । দুজনেই সোনাতলা স্কুলের নবম শ্রেণির ছাত্র ছাত্রী। এদের দুজনের বাড়ি নাকাশিপাড়া থানার ছোট শিমুলিয়া গ্রামে। পড়তে যাওয়ার নাম করে সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে ছিলেন এই প্রেমিক ও প্রেমিকা যুগল। প্রেমিকের সত্যপুর একটি নবনির্মিত টিনের ঘর ছিল এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য জানান এরা দুজন এই ঘরের মধ্যে একা একা আসত এনিয়ে পড়শীরা প্রতিবাদ করত। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে নাকাশিপাড়া থানা পুলিশ।