রোদ বৃষ্টিকে উপেক্ষা করেই ভাঙা টেলি ট্রিপল টাঙানো ঘরে , ব্যাপক কষ্টে দিনযাপন করছেন সামশেরগঞ্জের তিনপাকুরিয়া পঞ্চায়েতের ঘনশ্যামপুর গ্রামের প্রতিবন্ধী যুবক ওবায়দুর রহমান।
যদিও গ্রামের জনপ্রতিনিধি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মেম্বার সেলিমের নামে এসেছে ঘর,তাতেই ক্ষিপ্ত গ্রামবাসী।
স্থানীয়রা আরো অভিযোগ করেন যাদের পাকা বাড়িঘর তাদের নামেই আবাস যোজনার ঘর এসেছে।
তাদের দাবি স্থানীয় প্রশাসন অবিলম্বে ভালো ভাবে তদন্ত করে বাড়ি পাওয়ার উপযুক্ত পরিবার গুলোকেই বাড়ি দেয়ার ব্যবস্থা করুক,নাহলে পঞ্চায়েতে ভোট বয়কট করার হুঁশিয়ারি দেন গ্রামবাসী।
যদিও বেশকিছুদিন আগেই দেখা গিয়েছিল সামশেরগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও থানার ওসি যৌথ ভাবে বিভিন্ন এলাকায় সরজমিন গিয়ে আবাস যোজনার ঘরের তালিকা থাকা নামের বাড়ী বাড়ি গিয়ে খতিয়ে দ্যাখেন।
তার পরেও তিনপাকুরিয়া অঞ্চলের ঘনস্যাম্পুর্বগ্রামে ওঠে এলো আবাস যোজনার বিভিন্ন অভিযোগ