ঘরে ঘরে রবীন্দ্রজয়ন্তী পালন,চিলেকোঠায় রবীন্দ্রানুষ্ঠান।

ঘরে ঘরে রবীন্দ্রচর্চা।২৫ শে বৈশাখ,এদিন নদীয়ার শান্তিপুরের এই ধরণেরই এক অনুষ্ঠানে চিলেকোঠায় রবীন্দ্রনাথকে স্মরণ করা। শীর্ষক এই অনুষ্ঠানে, নাচ গান আবৃত্তি গীতি আলেখ্য বাদ্যযন্ত্র পরিবেশন সবটাই যারা পরিবেশন করলেন তারা একেবারেই আনকোরা। তাদেরই গৃহ শিক্ষক এবং পরিবারবর্গের সদস্যরা উপস্থিত হয়ে দেখলেন কোনদিন না শিখেও শুধুমাত্র রবীন্দ্রনাথকে ভালোবেসে কত সুন্দরভাবে উপস্থাপিত করা যায়।একেবারে ছোট্ট শিশু ও রঙিন কাগজের ছিকলি বানিয়েছে, কিভাবে মায়েদের ওড়না দিয়ে মঞ্চ উপস্থাপিত করতে হয় তাও সম্পূর্ণ তাদের নিজস্ব সৃজনশীলতা, ছোট ছোট হাতে আলপনা দেওয়ার শিল্পত্বও ফুটে উঠলো এই প্রথমবার। এই অনুষ্ঠান করার জন্য বন্ধুদের মধ্যে এক সপ্তাহ ধরে চলে আয়োজন‌। বাঙালিয়ানা বজায় রাখতে ছেলেরা ধুতি মেয়েরা শাড়ি পরে অনুষ্ঠানে অংশগ্রহণ তাদের কাছে এক সম্পূর্ণ নতুন আনন্দঅনুভূতি। এভাবেই ঘরে ঘরে রবীন্দ্রচর্চা বাড়তে থাকুক, তৈরি হোক নতুন প্রজন্মের শিল্পী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 15 =