ঘরে ঢুকে পরল ভালুক, আতঙ্ক শহরজুড়ে।

ঘরে ঢুকে পরল ভালুক, আতঙ্ক শহরজুড়ে।

বেশ কিছুদিন ধরে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ভালুকের আতঙ্ক ছড়িয়েছে। অবশেষে বৃহস্পতিবার মালবাজার পুরসভার ১১ নং ওয়ার্ডের কালীবাড়ি রোড বাটাইগোলা এলাকার একটি বেসরকারি ভবনে ভালুক শাবকের দেখা মেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শহরে।জানা গিয়েছে, ভবনের ঘরে ভাল্লুককে দেখতে পান ভবন মালিক। এরপর তিনি ঘরের দরজা বন্ধ করে তৎক্ষণাৎ খবর দেয় বন দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাল থানায় পুলিশ ও মাল স্কোয়াডের বন কর্মীরা। ভালুকটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বনদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + 14 =