ঘাটে ঘাটে পুজো হওয়া কার্তিক ঠাকুর,পুজোসামগ্রীতে ছড়াচ্ছে জল দূষণ,হেলদোল নেই প্রশাসনের।

দিনকয়েক আগেই শেষ হয়েছে কার্তিক পুজো।বাঙালি মতে কথিত রয়েছে,কার্তিক ঠাকুর জলে দিতে নেই,আর তাই কালনা শহরে পুজো হওয়া বেশিরভাগ কার্তিক ঠাকুরই বাড়ির গৃহকর্তারা নামিয়ে দিয়ে গেছেন বর্ধমানের কালনার মহিষমর্দিনী ঘাটে।জলের মধ্যেই ভাসছে পূজার ফুল।দূষণ ছড়াচ্ছে কালনার ভাগীরথীর নদীতে তবুও হেলদোল নেই প্রশাসনের।দুর্গাপুজোর পর এমনই চিত্র দেখা গিয়েছিল কালনার ভাগীরথীর ঘাটে।এরপর কার্তিক পুজোর পর সমস্ত কার্তিক ঠাকুরগুলি ভাগীরথীর পাড়ে নামানো থাকায় রোদ জলে গলে ভাগীরথী নদীতে মিশে ছড়াচ্ছে দূষণ।অনেকটা কুসংস্কার থেকেই কার্তিক ঠাকুরকে জলে দেয়া হয় না জানাচ্ছেন কালনা শহরবাসী,আর তার জন্যই এই জলদূষণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − eleven =